প্রায় দুবছর পর বঙ্গে ধুমধাম করে হয়েছে দুর্গাপুজো, কিন্তু সেখানেও বাধ সেধেছিল বৃষ্টি। ষষ্ঠী থেকে নবমী দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে বঙ্গের বিভিন্ন জায়গায়। হাওয়া অফিস সূত্রে খবর, কালী পুজোতেও মিলছে না রেহাই। মাঝ অক্টোবরে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরীর আশঙ্কা রয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে তৈরী হতে পারে দুটি ঘূর্ণাবর্ত, যার জেরে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
প্রতিবার ১২ অক্টোবর নাগাদ বঙ্গ থেকে বিদায় নেয় বর্ষা, কিন্তু এবার তা হচ্ছে না। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দীপাবলির আগে ও পরে বাংলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আগামী দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গায় নামছে ধস। তবে এত সবের মধ্যে বাঙালির এখন একটাই চিন্তা আলোর উৎসবেও কি তবে ‘জল’ ঢালবে ঘূর্ণাবর্ত?