এগিয়ে আসছে বিশ্বকর্মা পুজো, তবুও আকাশে শরতের পেঁজা তুলোর মতো মেঘের দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতর বলছে এখনই দুর্যোগ কাটার সম্ভাবনা নেই বাংলায়। বৃহস্পতিবার সকাল থেকেও আকাশের মুখ ভার। পূর্বাভাস বলছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রাজ্যে। উপকূল সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ ওড়িশার পুরীর কাছাকাছি স্থল ভাগে প্রবেশ করে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বিকেলের পর তা বিলীন হয়ে যাওয়ার কথা। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে।
এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, সঙ্গে দুএক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।