নিম্নচাপের প্রভাবে বৃষ্টি (Rain) শুরু হয়েছে কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গে । রবিবার থেকে বৃষ্টিতে ভিজছে শহর ও শহরতলি । দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হয়েছে (Rain in West Bengal) । সোমবার, সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই আকাশের মুখভার । কালো মেঘে ঢেকেছে আকাশ । হালকা বৃষ্টিও (Rain Forecast in South Bengal) শুরু হয়েছে । বেশ কয়েক জায়গায় রবিবার রাত থেকেই বৃষ্টি চলছে অবিরাম (West Bengal Weather Update) ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । ফলে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে । বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে । কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস । এগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে । বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।
বৃষ্টির কারণে, তাপমাত্রা অনেকটাই কমেছে । সোমবার, কলকাতার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে । হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে । এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে । সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ।