১৩ অগাস্ট, মানে মাঝে একটা দিন, তারপরই ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবস। ছুটির দিন। তারপর শুক্রবার একটা ছুটি ম্যানেজ করলেই লম্বা উইকেন্ড, অর্থাৎ এক দিন ছুটি নিলেই ৪ দিনের ভ্যাকেশন। নিশ্চয়ই কাছে পিঠে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েই আছে। ওই চারদিন কেমন থাকবে আকাশ? জেনে নিন এক ঝলকে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কয়েকদিন অপেক্ষাকৃত শুকনো থাকার পর ফের ঝেঁপে বৃষ্টি হতে পারে কলকাতা ও দক্ষিণের জেলায় জেলায় ।মঙ্গলে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি তেমন জোড়ালো হবে না। তবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধ-বৃহস্পতিবার।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বুধ থেকে সব জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ছয় জেলাতে -হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। স্বাধীনতা দিবসে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম , হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া, এই পাঁচ জেলায়। অন্য জেলাগুলিও ভিজবে।
সপ্তাহশেষে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের কোচবিহার ছাড়া বাকি ৭ জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে।