বড়দিনের আগেই কলকাতা ১৫। ইঙ্গিত আলিপুরের। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন রাতের পারদ অনেকটা করেই নামবে। পশ্চিমের জেলায় ইতিমধ্যেই এই পতন শুরু হয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলায় আগামী পাঁচদিন রাতের তাপমাত্রা নামতে চলেছে।
হাওয়া অফিস জানিয়েছেন, আগামী কয়েকদিন বঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। তার জেরেই পারদ পতন বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গেও ছবিটা একই। আগামী পাঁচদিন সেখানে আরও জাঁকিয়ে শীত ব্যাট ঘোরাবে।
ইতিমধ্যেই পশ্চিম এবং জঙ্গলমহলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করতে। মঙ্গলবার ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো জেলায় রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে। কলকাতাতেও আগামী ২৪ ঘণ্টা পারদের অনেকটা পতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর।