শীতের (Winter) বিদায় বেলা আসন্ন । এরই মধ্যে ফের পারদ পতন রাজ্যে (West Bengal Weather Update) । রবিবারের থেকে সোমবারের তাপমাত্রা একধাক্কায় পাঁচ ডিগ্রি কমেছে । সপ্তাহের প্রথম দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস । মঙ্গলবারও নিম্নমুখী থাকবে পারদ । তবে বুধবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়ে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) ।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকায় কুয়াশার প্রভাব থাকবে । ভোরের দিকে সামান্য শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা রোদের তেজে শীত একেবারে উধাও । রাতের দিকে ফের নামছে পারদ । উত্তরবঙ্গেও কুয়াশার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা । তবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ।