আষাঢ় মাস শেষ হতে চলল, কলকাতায় মাসভর তেমন বৃষ্টি (Rain) নেই বললেই চলে। অবশেষে আষাঢ় শেষে নিম্নচাপের (Depression) ভ্রুকুটি !
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশা উপকূলের (Orrissa coast) কাছে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। আগামী ৩৬ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে তা। এর ফলে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ । মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
কাকদ্বীপ-নামখানা ফ্রেজারগঞ্জ পাথরপ্রতিমা থেকে যে সমস্ত ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গিয়েছে তাদেরকে অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে এবং আগামী ১৩ ও ১৪ তারিখ সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করার হয়েছে।
প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষার প্রথম মাসে উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৫৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। উল্টোদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির পরিমাণ ৪৮ শতাংশ। কলকাতায় এই ঘাটতির পরিমাণ ৫৯ শতাংশ।