প্রবল গরমে নাজেহাল হচ্ছেন বঙ্গবাসী। ফেব্রুয়ারির শেষ থেকেই তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রমাদ গুনছিলেন সাধারণ মানুষ। কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রি। তবে এর মধ্যেই কালবৈশাখীর কথাও শুনিয়েছে আলিপুর। ফলে প্রবল গরমের মধ্যেও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কলকাতা থেকে জেলার মানুষ।
হাওয়া অফিস সূত্রে খবর, ১৫ মার্চ থেকে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ কালবৈশাখী হতে পারে। বীরভূম-বাঁকুড়া-পুরুলিয়ার মতো জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই প্রবল গরমে কালবৈশাখীর জেরে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেই আশা হাওয়া অফিসের।
আরও পড়ুন- Oscar 2023 : 'আরআরআর'-এর মুকুটে নয়া পালক, গোল্ডেন গ্লোবের পর অস্কার পেল 'নাটু নাটু'