প্রেমদিবসে ফিরল শীতের (Winter) আমেজ । হালকা ঠান্ডার শিরশিরানি,উষ্ণতা বাড়াবে প্রিয় মানুষের সঙ্গ । ভ্যালেন্টাইন্স ডে-র (Valentine's Day) দিন আরও নামল শহরের তাপমাত্রা । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার শহরের (West Bengal Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস । সোমবার তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির ঘরে । একধাক্কায় প্রায় দুই ডিগ্রি কমেছে পারদ ।
প্রেমদিবসে কলকাতায় থাকবে রোদ-ঝলমলে আবহাওয়া । বৃষ্টির কোনও পূর্বাভাস নেই । তবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এছাড়া, এখনও দুই দিন ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে । ৪৮ ঘণ্টায় ৭ ডিগ্রি পারদ পতন হয়েছে । হাওয়া অফিস জানিয়েছে,বুধবার থেকে তাপমাত্রার পরিবর্তন হবে । বৃহস্পতিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে । রাজ্য থেকে কার্যত বিদায় নেবে শীত ।
আরও পড়ুন, Amartya Sen : জমি বিতর্কে বিশ্বভারতীর বিরোধিতা, অমর্ত্য সেনের 'পক্ষ' নেওয়ায় শো-কজ ছাত্রকে