সপ্তাহ শেষে ঠান্ডা কমবে, আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update) । সেই মতো আজ শনিবার কলকাতার তাপমাত্রা (Kolkata Weather) একধাক্কায় বাড়ল ৫ ডিগ্রি । রবিবার মকর সংক্রান্তির দিন তাপমাত্রা ২০ ডিগ্রিতে পৌঁছতে পারে (Kolkata Winter Update) । তবে, সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে ।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি । শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির আশেপাশে । এদিন, সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যজুড়ে রয়েছে কুয়াশার দাপট । রোদের দেখা নেই । ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই তা উধাও হচ্ছে । রবিবারও একইরকম আবহাওয়া থাকবে বলে খবর ।
আরও পড়ুন, Calcutta High Court : কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে হবে অবমাননা রুলের শুনানি
পৌষ সংক্রান্তি এবার একপ্রকার 'গরম'এ কাটবে । আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরেই তাপমাত্রা বাড়ছে । তবে, শীতের কামড় এখানেই শেষ নয় । হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে আবার তাপমাত্রা নামতে শুরু করবে ।