স্বাধীনতা দিবসে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে (West Bengal Weather Update) । এদিন, সকাল থেকে আকাশের মুখ ভার । কালো মেঘে ঢেকেছে আকাশ । সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি (Bengal Rain) শুরু হয়েছে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, স্বাধীনতা দিবসের দিন উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে । দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা । সেইসঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে । এছাড়া, দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাংলা ও উত্তর ওড়িশা উপকূলে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । তার ফলেই এই বৃষ্টি । ১৪ ও ১৫ অগাস্ট মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে । এদিকে, নিম্নচাপের জেরে দিঘার সমুদ্র উত্তাল । বৃষ্টির জন্য পর্যটকরা সেখানে একপ্রকার হোটেল বন্দী । সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না ।
আরও পড়ুন, Kolkata Airport : স্বাধীনতার রং কলকাতা বিমানবন্দরে, তেরঙ্গা আলোয় ঝলমল করছে গোটা বিমানবন্দর চত্বর
চলতি মাসে অর্থাৎ অগস্ট মাসে দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টি হয়েছে । দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি যেটা ছিল সেটা খুব একটা কমেনি । তবে এই বৃষ্টিপাত থেকে চাষবাসে অনেকটা উপকার হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।