শীতের (Winter) খামখেয়ালিপনায় জেরবার রাজ্যবাসী (West Bengal Weather Update) । ফেব্রুয়ারির শুরুতে কয়েকদিন ঠান্ডা থাকলেও ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছিল । সোয়েটার, চাদর তো দূর ! রীতিমতো পাখাও চালাতে হয়েছে । কিন্তু, ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকেই কামব্যাক হয়েছে শীতের । গত তিনদিনে ২২ ডিগ্রি থেকে তাপমাত্রা (Temparature) কমে দাঁড়িয়েছে ১৫-তে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারের তুলনায় বুধবার তাপমাত্রা আরও কিছুটা কমেছে ।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম । মঙ্গলবার ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস । তবে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই শীতের স্থায়িত্ব বেশিদিনের নয় । বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে । এরপর শীতের আর কামব্যাকের কোনও সম্ভাবনা নেই ।
আরও পড়ুন, Jalpaiguri News: ফুলবাগান থেকে দুষ্প্রাপ্য সংগ্রহশালা, তাক লাগাচ্ছে জলপাইগুড়ির এই প্রাথমিক স্কুল
কিন্তু, আবহাওয়ার খামখেয়ালিপনায় নানা শারীরিক সমস্যায় ভুগছেন মানুষ । সর্দি, কাশি জ্বর এখন ঘরে ঘরে । পুরো দস্তুর শীত বিদায় না নিলে এমনটাই চলবে । তাই এই মরসুমে সাবধনতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ।