রাজ্যজুড়ে সপ্তাহভর দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update) । ঝোড়ো হাওয়া, সেইসঙ্গে শিলাবৃষ্টি হতে পারে । বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে । অন্যদিকে, কলকাতার (Kolkata Rain) আকাশ এদিন আংশিক মেঘলা থাকবে । বৃহস্পতিবার থেকে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বুধবার থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । সপ্তাহের শেষে দুর্যোগ আরও বাড়তে পারে ।
হাওয়া অফিস সূত্রে খবর, এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে । আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া । সপ্তাহ শেষে তা বেড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে । পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকতে পারে ।
আরও পড়ুন, Sukanya Mondal : দিল্লি যাচ্ছেন না সুকন্যা মণ্ডল, ইডি আধিকারিকদের চিঠি পাঠিয়ে জানালেন অনুব্রত কন্যা
বুধবার থেকেই বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা ।