আবহাওয়া দফতরের পূর্বাভাস (West Bengal Weather Update) থাকলেও, স্বাধীনতা দিবসে সেভাবে ভারী বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গ (South Bengal Weather) । সারাদিন মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিই পেয়েছে দক্ষিণবঙ্গবাসী । উত্তরবঙ্গের (North Bengal Weather) অবস্থাও একইরকম । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে । ভারী বৃষ্টির সম্ভাবনা আর থাকছে না । উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Bengal Rain Forecast) হতে পারে ।
হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে ভারী বৃষ্টি হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস । মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য বাড়বে । আপেক্ষিক আর্দ্রতা বাড়াবে অস্বস্তি । এদিন কলকাতায় বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই । বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা কমেছিল । তবে ফের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে ।
উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃ্ষ্টি হতে পারে । উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা না বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে ।