বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। এমনটাই পূর্বাভাস এবার আলিপুরের। বর্ষার শুরুতে বৃষ্টি দাপট দেখিয়েছে উত্তরবঙ্গে। সেই দাপট এবার দেখাতে আজ, বুধবার এবং বৃহস্পতিবার দেখাতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই। বাংলাদেশে ঘূর্ণাবর্তের কারণেই মূলত এই প্রভাব লক্ষ্য করা যেতে পারে।
বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এরসঙ্গে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে। বৃহস্পতিবার এই চার জেলার সঙ্গে যুক্ত হতে পারে ঝাড়গ্রাম। এছাড়াও কলকাতা সংলগ্ন জেলাগুলিতে আগামী দু দিন মাঝারী থেকে ভারী বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার সারাদিন মেঘলা থাকতে পারে কলকাতার আকাশ। কয়েক পশলা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত অঞ্চলে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে থাকবে।