শীতের আমেজ বাড়ছে রাজ্যজুড়ে। আজ মরশুমের শীতলতম দিন কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় কমেছে দুই ডিগ্রি। রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
কলকাতায় আজ পরিষ্কার আকাশ। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৩ থেকে ৯৬ শতাংশ।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
Jalpaiguri home: জলপাইগুড়ির সরকারি হোমে বন্দি কিশোরের রহস্যমৃত্যু ঘিরে চরম উত্তেজনা
জেলায় জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির নীচে এমনকি দশ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা আর দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা ।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি নামতে পারে। জেলার ক্ষেত্রে তাপমাত্রা আরও চার ডিগ্রি কম থাকবে।