বসন্তের শুরুতেও বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। পূর্বাভাস ছিলই, সেইমতো বৃহস্পতিবার রাতে বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে তাপমাত্রার বিশেষ হেরফের হয়নি, ঠান্ডার ও ছিটেফোঁটা পাওয়া যায়নি। বরং সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে বেশ খানিকটা। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
Idris Ali Passes Away: প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি, বয়স হয়েছিল ৭৩
এদিকে শুক্রবার, আকাশ আংশিক মেঘলা থাকবে। তাপমাত্রা কমার বিশেষ সম্ভাবনা নেই, সঙ্গে ভরপুর বসন্ত বঙ্গে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দুদিন তাপমাত্রা দুই ডিগ্রি করে কমবে।