বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। হওয়াটাই দস্তুর, কারণ আজ পয়লা আষাঢ়। আলিপুর আবহাওয়া (Alipore Weather office) দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। তবে কি আষাঢ়ের প্রথম দিনেই শহরে পদার্পণ করবে বর্ষা ? তেমনটাই বার্তা দিচ্ছে আবহাওয়া দফতর।
১১ জুন সাধারণত বর্ষা (Monsoon) প্রবেশ করে দক্ষিণবঙ্গে। তাই বোঝাই যাচ্ছে এবার বিলম্বিত বর্ষা।
Nails Care Tips : একটুতেই নখ ভেঙে যাচ্ছে ? নখ মজবুত ও সুস্থ রাখতে রইল কয়েকটি টিপস
উত্তরবঙ্গে আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে কমলা সতর্কতা। বীরভূম, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া। দার্জিলিং ও কালিম্পঙে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ধস নামতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।