১৫ জুন দুপুর, কলকাতার তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৮ ডিগ্রি, কিন্তু মনে হচ্ছে যেন ৫৩ ডিগ্রি। তীব্র গরমে হাঁসফাঁস তিলোত্তমা। কুলকুল করে ঘাম হচ্ছে। প্রাক বর্ষা বৃষ্টিও নেই, মরুভূমিকে হার মানাচ্ছে বাংলা।
একই দিনে যোধপুরের তাপমাত্রা ৩৭, কলকাতার চেয়ে ১ ডিগ্রি কম, কিন্তু ফিল লাইক টেম্পারেচার ৪৫ ডিগ্রি, কলকাতার চেয়ে ৮ ডিগ্রি কম।
উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে ১২ জুন, দক্ষিণে বর্ষার আগমন হওয়ার কথা ১৮ থেকে ২০ জুনের মধ্যে।
এ বছর এমনিতেই বিলম্বিত বর্ষা, তার ওপর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে বদলে বিপর্যয় আছড়ে পড়তেও বেশ সময় লেগেছে, সব মিলিয়ে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে তাপমাত্রা তাই ক্রমশই বেড়েছে।