সোমবার পর্যন্ত রাজ্যে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। বৃহস্পতিবার উত্তরবঙ্গে, শুক্রবার দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি রাজ্যের সব জেলাতে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্ত ভাবে দু-এক জায়গায় হতে পারে কালবৈশাখীও।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টি হবে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া।
দক্ষিণবঙ্গে জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে শিলাবৃষ্টির আশঙ্কা।
কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি শুরু বৃহস্পতিবার থেকেই।
lady divorces herself: 'আর নেওয়া যাচ্ছে না', নিজেকে বিয়ে করার ২৪ ঘন্টা পরই ডিভোর্স চাইলেন তরুণী
১৮ এবং ১৯ মার্চ শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ঝড়ের গতিবেগ দুটোই বাড়বে। এই পর্বের পিক বা চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া এই দুদিন হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়া সোম মঙ্গলবার পর্যন্ত চলতে পারে।