শীতকাল কবে আসবে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। আসি আসি করেও যেন আর আসা হচ্ছে না শীতের। ভোরবেলার ঠান্ডা কাঁপুনি ধরিয়ে জানান দিচ্ছে রাজ্যে শীত প্রায় আসন্ন। আলিপুর সূত্রে খবর, রাজ্যে এখনও জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার পরিস্থিতি তৈরি হয়নি।
জানা গিয়েছে, অন্যান্য বছরে নভেম্বরের সাধারণ তাপমাত্রার তুলনায় চলতি বছরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে অবস্থান করছে। আবহাওয়ার এই পরিবর্তনে শীত আসন্ন কীনা, তার কোনও ইঙ্গিত দিতে পারেননি আবহবিদরা। তবে আপাতত ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের আশঙ্কা না থাকায় আগামী চার-পাঁচদিন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বলেই খবর ৷
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। মঙ্গলবারও এই তাপমাত্রার হেরফের হয়নি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতার পাশাপাশি রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা আরও কমবে বলেই মত আলিপুর হাওয়া অফিসের।