পুজোয় রাজ্যের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আগেই জানিয়েছেন হাওয়া অফিস। উত্তরে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হচ্ছে। সোমবারের পর তাও ক্রমশ কমতে শুরু করবে। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া। নবমী দশমীতে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। উপকূলের জেলায় দু -এক পশলা হালকা বা মাঝারি বৃষ্টি। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরবসাগরে তৈরি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা। পশ্চিমের রাজ্যে তার প্রভাব পড়লেও এ রাজ্যে কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই। আশ্বস্ত করেছে আবহাওয়া দফতর।
Lakme Fashion Week: ফ্যাশান শোয়েও যুদ্ধের আঁচ, 'গাজাকে রক্ষা করুন' ব্যানার হাতে হাঁটলেন মডেল