দক্ষিণবঙ্গে (South Bengal) সকালে ও রাতের দিকে বাতাসে শিরশিরানি ভাব আছে। তবহে বেলা বাড়লেই বাড়ছে গরম। নতুন সপ্তাহেই তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
গত বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি হয়। রবিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে শনিবার থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নামবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি অনুভূত হবে। এরপরই বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন: অনুব্রত বিহীন বীরভূমে ফের যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বদল হতে পারে কোর কমিটিতে?
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট, আগামী সপ্তাহে তাপমাত্রা ৩০ ডিগ্রি পেরনোর ইঙ্গিত দিয়ে রেখেছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বাধিক তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।