রাজ্যজুড়েই তীব্র দাবদাহ। ১৭ জেলায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।।বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস। শুক্রবার দুপুর পর্যন্ত লু বইবার সম্ভাবনা রাজ্যে। এমনই আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দফতর।
আরও ৩-৪ দিন বাংলাজুড়েই একইরকম থাকবে তাপমাত্রা।প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ।
Roosha Chatterjee: বিয়ের পরই অশান্তি? টেলি অভিনেত্রীর পোস্ট করা ছবিতে কীসের আভাস?
রীতিমতো বাড়ছে তাপমাত্রা। আরও এক দু ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতাতেও তাপপ্রবাহ। বেলা বাড়লেই লু বইছে।
কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। গত ২৪ ঘণ্টায় কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ২৪ থেকে ৮৫ শতাংশ।