শুক্রবার কলকাতার (West Bengal Weather Update) তাপমাত্রা সামান্য বাড়ল । হাওয়া অফিসের পূর্বাভাস আগেই ছিল । সেই মতো এদিনের তাপমাত্রা আরও দুই ডিগ্রি বাড়ল । ফেব্রুয়ারির মাঝামাঝি পারদ পতন হলেও শীতের (Winter) আর কামব্যাকের কোনও সম্ভাবনা নেই । এখন তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখীই থাকবে ।
এদিন, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস । এদিন,কুয়াশায় মোড়া সকালে ঘুম ভেঙেছে শহরবাসীর । তবে, বেলা বাড়লেই রোদের তেজ বাড়বে । আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । রোদ ঝলমলে আবহাওয়া থাকবে । উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও দুইদিন হালকা কুয়াশা থাকবে ।
আরও পড়ুন, ISKCON Mayapur: সাড়ম্বরে পালিত চৈতন্যদেবের ৫৩৭তম আবির্ভাব তিথি, মায়াপুর-নবদ্বীপে ভক্তের ঢল
আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ তারিখের পর থেকে পাল্লা দিয়ে বাড়বে শহরের তাপমাত্রা । শীতের আমেজও সেভাবে আর থাকবে না । সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি ছাড়াতে পারে । এবার গরমের দিন শীঘ্রই আসতে চলেছে ।