সোমবারের ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছিল রাজ্যের একাধিক জেলা। কলকাতা শহরেও তার প্রভাব পড়েছিল। একে মোকার আফটার এফেক্ট বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
বুধবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান জেলাতে। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে।
মঙ্গলবারের মত বুধবারও তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায়। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেও দিনের বেলায় গরম বাড়ব।