নিম্নচাপের যেন শেষ নেই! জানলা খুললেই চোখে পড়ে খালি কালো মুখ গোমড়া আকাশের ছবি। শনিবার বিশ্বকর্মা পুজোর সকাল থেকেই শুরু হয়েছে তার জের। সকাল থেকেই আকাশের মুখ ভার। বিক্ষিপ্তভাবে বৃষ্টি (Rain forecast) হয়েই চলেছে দক্ষিণবঙ্গের বহু জেলার একাধিক এলাকায়। পুজোর বাকি আর দু'সপ্তাহ। তার মধ্যে শনি-রবি বৃষ্টি মানে ব্যবসায়ীদের মাথায় হাত। তেমনটা হওয়ার সম্ভাবনাও লুকিয়ে রয়েছে আবহাওয়ার (West Bengal weather update) ছত্রেছত্রে।
বিশ্বকর্মা পুজোর সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আকাশের মুখ ভার। ঘন ঘন মেঘের গর্জনে ত্রস্ত পুজোর আয়োজনকারীরাও। সারা বছর যারা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন, তাঁদের আজ মন খারাপ।
আরও পড়ুন: দক্ষিণে মাঝারি, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস
তবে বিশ্বকর্মা পুজোর দিনেও আগে থেকেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস (West Bengal weather update) দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আবার দুর্গাপুজোও অনেকটাই আগে, ফলে সেখানেও বৃষ্টির সম্ভাবনা জোরালো হয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস (West Bengal weather update) রয়েছে। আগামী সপ্তাহে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। নিম্নচাপের অভিমুখ থাকবে ওড়িশা।
তবে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতেও আগামী সপ্তাহের প্রথম দু-তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা (West Bengal weather update) থাকছে। আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে রবিবার। উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। ওই এলাকাতেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে মঙ্গলবারের মধ্যে।