আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছেই। সোমবারের পর মঙ্গলবারও থাকবে অস্বস্তি। বুধবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যার ফলে মঙ্গলবার থেকেই আবহাওয়ার (West Bengal Weather Update) বদল হতে পারে।
এই সপ্তাহে রাজ্যজুড়ে (West Bengal Weather Forecast) কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ২১ জুলাই সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। ভারী বৃষ্টি হবে না। ঘূর্ণাবর্তের জেরে বুধবার থেকে আবহাওয়ার বদল হবে। আগামী ৫ দিন তাপমাত্রা একই থাকবে। দক্ষিণবঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
আরও পড়ুন: জয়েন্টের কাউন্সেলিং শুরু ২০ জুলাই, পছন্দের আসন বাছার সুযোগ দিল বোর্ড
ধীরে ধীরে ভাল হচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়া। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির ঘাটতি আছে। যা আপাতত মেটার সম্ভাবনা নেই। বেলা বাড়লে গরম বাড়বে।