তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর (West Bengal Weather Update) । চৈত্রের শেষে থেকেই ক্রমাগত বেড়েই চলেছে গরমের দাপট । বৈশাখ পড়তে না পড়তেই ৪০ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা । মঙ্গলবারও কলকাতার (Kolkata Weather) তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করছে । বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪৩ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রা । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত এমনই পরিস্থিতি থাকবে রাজ্যে । তবে, স্বস্তি একটাই, খুব শীঘ্রই বৃষ্টিতে ভিজবে রাজ্যের বিভিন্ন জেলা ।
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে । শনিবার থেকে তাপমাত্রা কমতে পারে । সেইসঙ্গে রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে । ঝাড়গ্রাম, দুই বমেদিনীপুর, বাঁকুড়ায় বৃষ্টি হতে পারে । ভিজতে পারে কলকাতাও । অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
এদিকে, আবহাওয়ার রকমফেরে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশু থেকে বয়স্ক, কেউই এর থেকে মুক্তি পাচ্ছেন না । এই সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা ।