শুক্রবার কলকাতার(Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা(Temperature) ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার বিকেলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ।
রাজ্যের উত্তরবঙ্গ(North Bengal) ও দক্ষিণবঙ্গে বৃষ্টির(Rain Forecast) সম্ভাবনা আপাতত নেই। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা। আগামী চার-পাঁচ দিনে দিনেরবেলা বাড়বে গরম।
জানা গেছে, রবি ও সোমবার দার্জিলিং(Darjeeling), কালিম্পং-এ(Kalimpong) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পূর্ব ও পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে বঙ্গোপসাগর(Bay of Bengal) থেকে তামিলনাড়ু পর্যন্ত।