পুজোর (Durga Puja 2022) আর বাকি মাত্র দুই সপ্তাহ । তার আগে একের পর এক নিম্নচাপের ভ্রুকুটি । বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আরও একটা নিম্নচাপ তৈরি হচ্ছে । যার জেরে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির (Bengal Rain Update) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update) ।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) সূত্রে খবর, রবিবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত (Depression) তৈরি হবে । তার জেরে মঙ্গলবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে । এর প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । ২১ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে । এদিন, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । অন্যদিকে, মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ, রবিবার দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় । কলকাতাতে হালকা বৃষ্টি হতে পারে ।
উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে । বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামে । অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri)-দার্জিলিং (Darjeeling) টয় ট্রেন পরিষেবা । পুজোর মুখে টয় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা । আগামী কয়েকদিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা ।
রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ।