পৌষের তৃতীয় সপ্তাহেও হালকা ফ্যান চালাতে হয়েছিল রাজ্যের কোথাও। মাঘ পড়তেই রাতারাতি আবহাওয়ার বদল। জাঁকিয়ে ঠান্ডা পড়েছে বঙ্গে।
উত্তরবঙ্গে কোল্ড ডে পরিস্থিতি। সকালে মেঘলা আকাশ ও কুয়াশা থাকবে, পরে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দু-এক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসময়ের এই বৃষ্টিতে ধান ও সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টির পর আজ, শুক্রবার সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটলে আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলার দিকে পরিস্থিতির উন্নতি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। রাতের তাপমাত্রা একই রকম থাকবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা। এরপর তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নীচে থাকবে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি নীচে