পুজোয় বৃষ্টি ! ঘনাচ্ছে নিম্নচাপ । ভাসতে পারে নবমী ও দশমী । তবে, অষ্টমী পর্যন্ত রোদ ঝলমলে আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । সেক্ষেত্রে বৃহস্পতিবার, অর্থাৎ পঞ্চমীর দিন থাকবে একেবার শুষ্ক । বৃষ্টির সম্ভাবনা নেই । তবে, কড়া রোদের জন্য দিনের তাপমাত্রা সামান্য বাড়বে । রাতের দিকে হালকা ঠান্ডার আমেজ থাকলেও ঠাকুর দেখতে বেরিয়ে রীতিমতো গলদঘর্ম পরিস্থিতিই হচ্ছে শহরবাসীর ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে । যার জেরে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে । নবমী ও দশমীতে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে । তবে ভারী বৃষ্টি হবে না । উত্তরবঙ্গে বৃষ্টি কমতে শুরু করেছে ।
বৃহস্পতিবার কলকাতার আবহাওয়া থাকবে রোদ ঝলমলে । এদিন, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি ।
ইতিমধ্যে রাতের দিকে কিংবা ভোরের দিকে হালকা শীতের আমেজ পাওয়া যাচ্ছে । আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে । এবার বর্ষা শেষে শীতের অপেক্ষায় বাঙালি ।