বর্ষার শুরু থেকেই বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে (West Bengal Weather Upadate) । জুলাই শেষ হয়ে অগাস্ট পড়লেও, সেই ঘাটতি মিটছে না। তবে, এবার বৃষ্টি নিয়ে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার, অর্থাৎ সপ্তাহের প্রথম দিন থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ (Rain Forecast in South Bengal) বাড়বে । বৃষ্টির জেরে তাপমাত্রা কমারও পূর্বাভাস রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিন থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে । কলকাতায় (Kolkata Weather) হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে, গত কয়েকদিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে । আর্দ্রতাজনিত অস্বস্তিও কিছুটা কমবে । আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) ভারী বৃষ্টি চলবে । আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং , জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, এই তিন জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে ।
আরও পড়ুন, Jalpaiguri Incident : মর্মান্তিক ! জল্পেশের শিবমন্দিরে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অন্তত ১০
হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বালুরঘাটের ওপর দিয়ে গেছে । সোমবার থেকে তা ক্রমশ নীচের দিকে নামবে । এর প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে, এই বৃষ্টির প্রভাবে ঘাটতি আদৌ মিটবে কি না, সেই বিষয়ে সন্দেহ রয়েছে ।