পূর্বাভাস মতো, আজ সোমবারও দুই বঙ্গেই দুর্যোগের আশঙ্কা। রাজ্যে জোড়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ এবং উত্তরবঙ্গে এদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের কিছু জেলাতে শিলাবৃষ্টিও হতে পারে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গকে বর্জ্রপাত থেকে সতর্ক করা হয়েছে। রবিবারও বর্জ্রপাতে রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে মৃত্যুর খবর মিলিছে। এদিকে বৃষ্টির জেরে বেশ অনেকটাই কমেছে তাপমাত্র। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্র ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তার জেরেই এই বৃষ্টি চলবে। যা আগামী বুধবার পর্যন্ত স্থায়ী হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। সেই জেলাগুলির মধ্যে হল বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের জেলা।
কয়েক দিনের বৃষ্টির জেরে উত্তরবঙ্গে পারদ বেশ অনেকটাই নিম্নমুখী। বিশেষ করে উল্লেখযোগ্য ভাবে কমেছে পাহাড়ের তাপমাত্রা। দার্জিলিঙের তাপমাত্র স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কমে গিয়েছে।