রাজ্যের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের মাঝেই একটু স্বস্তির খবর। শুক্রবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। খুব হালকা বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে কলকাতাতেও। ইদের পরেই হতে পারে এই বৃষ্টি।
সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টি শুরু হয়েছে। কিন্তু ২০ এপ্রিল বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।
Abhishek Banerjee: তাঁবুতে রাত কাটিয়ে কোচবিহার থেকে 'সংযোগ যাত্রা'র সূচনা করবেন অভিষেক
শুক্রবার থেকেই হাওয়া বদল হবে রাজ্যে। শুক্রবার থেকে রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকুলের দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া , ঝাড়গ্রামে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টি চলবে। ২০ এপ্রিল বৃহস্পতিবার এবং ২১ এপ্রিল শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা।