বিপরীত ঘূর্ণাবর্তের জের। বড়দিন উষ্ণই কাটাতে হবে শহরবাসীকে (Kolkata)। কয়েকদিন আগেও বেশ ঠান্ডা (Winter) পড়ে গিয়েছিল কলকাতায়। কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের কারণে উত্তরে হাওয়ার প্রবেশ বাধা পাচ্ছে। এছাড়াও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে (West Bengal Weather)। যার জেরে আগামী দিনে বাড়বে তাপমাত্রা।
আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়ায় কোনও পরিবর্তন হবে না। দিন কয়েক আগেও কলকাতার তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রি হয়ে গিয়েছিল। কিন্তু তাপমাত্রা বাড়তে বাড়তে বর্তমানে ১৭ ডিগ্রিতে গিয়ে থেমেছে। আগামী কয়েক দিন একই রকম তাপমাত্রা থাকবে রাজ্যে।
আরও পড়ুন- নতুন গুড়ের সন্দেশ থেকে বিষ্ণুপুরের দশাবতার তাস, একাধিক পণ্যে GI-এর আবেদন রাজ্যের
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
আগামী কয়েক দিন তাপমাত্রা আরও বাড়বে। ফলে, আবহাওয়ায় ঠান্ডা এবং গরম অস্বস্তি থাকবে। বড়দিনে ঠান্ডা পড়ার কোন সম্ভাবনাই নেই। বরং ২৩ ডিসেম্বরের পরে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। একইসঙ্গে থাকবে কুয়াশার দাপট।