দক্ষিণবঙ্গ মৌসুমী বায়ু (West Bengal Weather Update) প্রবেশ করেছে শনিবারই । তবে,এখনও পর্যন্ত সেভাবে বৃষ্টি হচ্ছে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় । সোমবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা । তবে, অন্যান্য দিনের তুলনায় এদিন কলকাতায় একটু বেশিই বৃষ্টি (Kolkata Rain Forecast) হবে । এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । তবে, এখনই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই ।
দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার । এদিন বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় । এদিকে, আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon In West Bengal) প্রবেশ করে গেলেও এখনও পশ্চিমের কিছু অংশ বাদ রয়ে গিয়েছে । ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়াতে এখনও বর্ষা সেভাবে প্রবেশ করেনি । সেখানে মঙ্গলবারের মধ্যেই বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে । আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিন তাপমাত্রার কোনও হেরফের হবে না ।
আরও পড়ুন, Landslide in Darjeeling: ধসে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, তিস্তায় জারি লাল সতর্কতা
উত্তরবঙ্গে (South Bengal Weather) এখনও অব্যাহত ভারী বর্ষণ । আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা । মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে ।