নিম্নচাপের দাপটে বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদে। নিম্নচাপের প্রভাবে গোটা দক্ষিণবঙ্গেই শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Indo Canada Relation: কানাডায় বাড়ছে ভারত বিরোধী কার্যকলাপ, প্রবাসীদের সতর্ক করে বিবৃতি কন্দ্রের
উত্তরবঙ্গে ৫টি জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ও খারাপ আবহাওয়ার কারণে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।