হাওয়া অফিস জানিয়ে দিয়েছিল এই মরসুমে আর নতুন করে ঠান্ডা ফেরার নেই৷ কিন্তু সেই পূর্বাভাসকে একরকম বুড়ো আঙুল দেখিয়ে শুক্রবার এক ধাক্কায় অনেকটাই নেমেছিল তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাজ্যের বিভিন্ন জেলায় হিমেল হাওয়ার দাপট। তবে কি ফের আরও একবার শীতের কামব্যাক?
Vande Bharat Express: ফের হামলা বন্দে ভারত এক্সপ্রেসে, জানলার কাঁচে চিড়
হাওয়া অফিস জানিয়ে দিয়েছে ২৩ শে জানুয়ারি থেকেই বাড়বে তাপমাত্রা, সরস্বতী পুজোও কাটবে গরমেই। যদিও শনিবারের শীতের দাপট সে ইঙ্গিত দেয় না। জানা যাচ্ছে, রবিবার থেকে ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা। এদিকে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না।