ভাদ্র মাস পড়ে গেছে। অর্থাৎ খাতায় কলমে শরৎ কাল, কিন্তু আকাশে শরতের ছিটেফোঁটাও আভাস নেই। বরং কলকাতার আকাশে এখনও বর্ষার মেঘ। বুধবার সারাদিনে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতায়।
বুধবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরদিনও ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে।
বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি জায়গায়।
উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বুধবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার-মালদা, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে কোনও সতর্কতা জারি করা হয়নি।
কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে বুধবার। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তিলোত্তমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩১ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।