রাজ্যজুড়ে গত দুই-তিনদিন ধরে ঝড়-বৃষ্টি চলছে । সোমবার মাঝরাতেও বেশ কয়েক জায়গায় বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টি হয়েছে । মঙ্গলবারও জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস । এদিন কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণে আবহাওয়ার উন্নতি হলেও, উত্তরে কয়েকদিন বৃষ্টি চলবে ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সকাল থেকেই শহরের আকাশ মেঘলা । কোথাও দু-এক ফোঁটা বৃষ্টিও হয়েছে । দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় । মঙ্গলবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় কালবৈশাখীর দাপট বেশি থাকবে । বৃষ্টিও বেশি হবে । দক্ষিণের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস । বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই কমেছে । অনেকের বাড়িতেই ফের আলমারি থেকে বেরিয়ে পড়েছে শীতের চাদর, কম্বল । তবে, বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হলে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে ।
অন্যদিকে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আগামী ২৪ ঘন্টায় ঝড়-বৃষ্টি বেশি হবে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি এখনই থামছে না । উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।