শীত যাওয়ার আগে এক ধাক্কায় অনেকটাই নেমেছিল পারদ। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও একই রকম ঠান্ডা থাকবে। তবে সপ্তাহের প্রথম থেকেই আবহাওয়া আসবে বড় বদল। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার থেকে বাড়তে পারে রাজ্যের তাপমাত্রা।
উত্তরবঙ্গে আরও কিছুদিন হালকা ঠান্ডার আমেজ থাকলেও দক্ষিণবঙ্গে এবার পাকাপাকি ভাবে বিদায় নিতে চলেছে শীত।একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিমের হাওয়ায় ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে আবহাওয়া শুষ্কই থাকবে মূলত৷ আগামী সোমবার থেকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।