শনিবারও আকাশের মুখ ভার। কলকাতা ও শহরতলিতে একাধিক এলাকায় বৃষ্টি হয়েছে। তবে স্বাভাবিকের থেকে তাপমাত্রা অনেকটাই বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
শনিবার কলকাতা ও উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। আকাশ সারাদিনই মেঘলা থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ।