কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (West Bengal Weather Update) তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী (Temparature Increading) । বুধবারও স্বাভাবিকের উপরেই রয়েছে তাপমাত্রা । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দিনের বেলায় পারদ চড়লেও, রাতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না । অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির (Rain Update) পূর্বাভাস রয়েছে ।
হাওয়া অফিস জানিয়েছে,বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস । আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা সামান্য বাড়বে । বাতাসে জলীয় বাষ্পের জেরে কলকাতা ও সংলগ্ন এলাকায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে । উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে । তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ।
আরও পড়ুন, Swasthya Sathi : স্বাস্থ্যসাথী প্রকল্পে ওষুধ ও পরীক্ষার বরাদ্দ পাঁচগুণ বাড়াচ্ছে রাজ্য সরকার
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।