দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মেটার আপাতত কোনও সম্ভাবনা নেই। বরং আগামী কয়েকদিন হাল্কা বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তারইমধ্যে আজ উত্তরবঙ্গের তিন জেলার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
আবহবিদরা জানিয়েছেন, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা একটু বাড়বে। যা রবিবার এবং সোমবার পর্যন্ত ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।