দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে ঢুকে পড়েছে গোটা বাংলাতেই| রবিবার থেকে বাংলায় পুরোপুরি বর্ষা ঢুকে যাওয়ার কথা | তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়, তবে বুধবার থেকে ধীরে ধীরে বাড়বে বৃষ্টির পরিমাণ | কলকাতায় এদিন হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে| এদিকে উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে প্রবল বৃষ্টিতে | আলিপুরদুয়ার, কোচবিহারে দার্জিলিং, জলপাইগুড়ি জেলাতে চলছে প্রবল বৃষ্টিপাত |
তবে বৃষ্টি হলেও, আপেক্ষিক আদ্রতা থেকে মুক্তি নেই বঙ্গবাসীর| আগামী তিন থেকে চার দিন আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে | শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি |