শনিবারের কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় কলকাতা (Kolkata) । কালবৈশাখীর দাপট, সেইসঙ্গে তুমুল বৃষ্টি । মেট্রো ও ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায় । রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু হয় দুই পড়ুয়ার (Rabindra Saroban Accident) । কিছুক্ষণের জন্য বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন । এই পরিস্থিতিতে রবিবার কেমন থাকবে আবহাওয়া ? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারও ঝড়-বৃষ্টির (Rain Forecast in Kolkata) সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।
রবিবার সকাল থেকে কালো মেঘে ঢেকেছে কলকাতার আকাশ । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্যোগের মেঘ আরও ঘনাবে । রবিবারও কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে কলকাতায় । দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবারের তুলনায় রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে । দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে । মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । বুধবার থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হবে ।
আরও পড়ুন, IPL 2022 Eden : বৃষ্টি মাথায় নিয়ে প্লে-অফের জন্য় তৈরি ইডেন, কিং কোহলির ব্যাটের দিকে তাকিয়ে কলকাতা
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা । আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা । এছাড়া বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে ।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে ।