পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে, সেই পূর্বাভাস এখন দেওয়া সম্ভব নয়, তবে মহালয়া অর্থাৎ রবিবার পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৪ সেপ্টেম্বর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
২৪ সেপ্টেম্বর শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথা কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।