সোমবার সকাল থেকেই অন্যরকম আবহাওয়া। সকালের মিঠে রোদই জানান দিচ্ছে, ব্যাগ গুছিয়ে বাংলা ছেড়ে বিদায় নিতে চলেছে শীত। সোমবার সকাল থেকেই কার্যত ‘বসন্ত এসে গেছে‘ এ রাজ্যে। বাড়ছে দিন ও রাত্রের তাপমাত্রা। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্কই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ কমে তাপমাত্রার পারদ ক্রমেই বাড়বে।
Netaji Birth Anniversary: আজ নেতাজির ১২৬তম জন্মবার্ষিকী,দেশজুড়ে পালন পরাক্রম দিবস
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২০ এর কোঠায় পৌঁছে যাবে। সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩০ এর কাছাকছি। ধীরে ধীরে উষ্ণতা বাড়বে কলকাতায়, সুতরাং সরস্বতী পুজো কাটবে গরমেই, শাড়ি পাঞ্জাবির সঙ্গে গরম পোশাক নেওয়ার ঝক্কি আর নেই।